জেরপথালমিয়া কি? What is Xerophthalmia in Bangla?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জেরপথালমিয়া (Xerophthalmia) হলো চোখের একটি রোগ যা ভিটামিন A এর অভাবে হয়। দীর্ঘদিন ধরে ভিটামিন A এর অভাব হলে চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং কর্ণিয়ার উপর শুষ্ক স্তর পড়ে৷ ফলে চোখ শুকিয়ে যায় এবং পুঁজ জমে আঁঠালো হয়ে চোখের পাতা ফুলে যায়। এ অবস্থায় চোখ আলো সহ্য করতে পারে না। এ সময় চোখে ব্যাকটেরিয়ার আক্রমণে কর্ণিয়ায় ঘা হতে পারে৷ প্রাথমিক অবস্থায় চোখে চিকিৎসা করালে এ সমস্যার সমাধান হতে পারে। কিন্তু চিকিৎসা গ্রহণে বিলম্ব হলে চোখ অন্ধ হয়ে যেতে পারে।