অজীর্ণতা বলতে কি বুঝ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অজীর্ণতাকে বদহজমও বলা হয়ে থাকে। নানা কারণে বদহজম হয় বা হজমে সমস্যা হতে পারে। যেমন: পাকস্থলীতে সংক্রমণ, বিষন্নতা, অগ্ন্যাশয় রােগ, থাইরয়েডের সমস্যা ইত্যাদি। অজীর্ণতার লক্ষণগুলো হলো পেটের উপরের দিকে ব্যথা, পেট ফাঁপা, পেট ভরা মনে হওয়া, বুক জ্বালা করা, বমি বমি ভাব বা বমি হওয়া, বুক ব্যথা, টক সেঁকুর উঠা। পাকস্থলী বা অন্ত্রের আলসারের কারণেও হজমে অসুবিধা দেখা দিতে পারে। একে সাধারণ মানুষ গ্যাস্ট্রিক বলে থাকে, যদিও সঠিক নামটি হলাে পেপটিক আলসার।

 

 

 

 

 

 

 

 

 

 

 

অজীর্ণতা নিয়ন্ত্রণ করার জন্য যা করতে হবে তা হলাে: বেশি পরিমাণে খাওয়া দাওয়া করা যাবে না, আস্তে আস্তে ভালােভাবে চিবিয়ে খাওয়া, ধূমপান না করা, প্রয়ােজনে অজীর্ণতার কারণ বের করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া। মনে রাখতে হবে, বদহজম, পেপটিক আলসার প্রভৃতি সমস্যার সাথে অনেক সময় হার্ট অ্যাটাকের লক্ষণের মিল থাকে। তাই চল্লিশের বেশি বয়সে যদি একদিন হঠাৎ করে বদহজমের মতাে অসুবিধা শুধু হয় এবং প্রচলিত ওষুধে তার উপশম না হয়, তাহলে দেরি না করে রােগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। কারণ সেক্ষেত্রে তা বদহজম না হয়ে হার্ট অ্যাটাকও হতে পারে।