লিডিং কাকে বলে? স্প্রেডশীট প্যাকেজের সুবিধা লিখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইলাস্ট্রেটরে লেখা লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে লিডিং (Leading) বলে। একাধিক লাইন বিশিষ্ট লেখার ক্ষেত্রে লিডিং কম-বেশি করার প্রয়োজন হতে পারে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

স্প্রেডশীট প্যাকেজের সুবিধা।

নিচে স্প্রেডশিটের সুবিধাগুলো তুলে ধরা হলো–

১. একটি ওয়ার্কশিটের ২৫৬ টি কলাম ও ৬৫,৫৩৬ টির রো’র সুবিধা আছে।

২. ১৬টি ওয়ার্কশিটের সুবিধা পাওয়া যায়।

৩. একাধিক স্প্রেডশিট একত্রে সংযুক্ত করে কাজ করা যায়।

৪. অসংখ্য ফর্মুলা ও ফাংশন নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিটে প্রায় পাঁচশতেরও অধিক ফাংশন ব্যবহার করা যায়।

৫. যুক্তিমূলক কাজে বিভিন্ন শর্ত ব্যবহার করা যায়। যেমন– If, Then.

৬. ম্যাক্রো ব্যবহার করা যায়।

৭. মানচিত্র তৈরি করা যায়।

৮. চার্ট বা গ্রাফ তৈরি করা যায়।

৯. ওয়ার্কশিটে ফুটনোট এবং চাট টাইটেল লেখার সুযোগ আছে।

১০. একটি সেলে ৩২০০ অক্ষর লেখা যায়।

১১. সেলের আকার পরিবর্তন করা যায়।

১২. ওয়ার্কশিটে টেক্সট লিখার সুযোগ আছে।

১৩. স্প্রেডশিটের সাথে অডিও ভিডিও এড করা যায়।

১৪. ফন্ট সাইজ পরিবর্তন করে ওয়ার্কশিটের লেখাকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা যায়।

১৫. ওয়ার্কশিটে ফরমেট তৈরি করে সংরক্ষণ তৈরি করা যায়।