ওপেন সাের্স অপারেটিং সিস্টেম বলতে ওই সমস্ত অপারেটিং সিস্টেমকে বােঝায় যাদের সাের্স কোড উন্মুক্ত থাকে এবং যার ফলে যে কেউ চাইলে ওই অপারেটিং সিস্টেমটি নিয়ে যেকোনাে গবেষণা, এর কোনাে উন্নয়ন, পরিবর্ধন, পরিমার্জন এর কাজগুলাে করতে পারেন। একটি সফটওয়্যার লাইসেন্সের অধীনে (GPL/LGPL, BSD, BSD/CDDL, APSL প্রভৃতি) এর কপিরাইটসহ অন্যান্য অধিকারগুলাে সংরক্ষিত হয়। ওপেন সাের্স অপারেটিং সিস্টেমগুলাে সাধারণত বিনামূল্যে ও নির্দিষ্ট শর্তাধীনে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়। ইন্টারনেট থেকে এগুলাে খুব সহজেই ডাউনলােড করে ব্যবহার করা যায়। ওপেন সাের্স ভিত্তিক কিছু অপারেটিং সিস্টেম আবার বাণিজ্যিকভাবে বাজারে কিনতেও পাওয়া যায়। তবে এগুলাের দাম অন্যান্য অপারেটিং সিস্টেমের চাইতে অনেক কম হয়ে থাকে।
ওপেন সাের্স অপারেটিং সিস্টেম এর সুবিধা
- বিনামূল্যে বা স্বল্পমূল্যে পাওয়া যায়।
- নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী।
- ব্যবহারকারী তার প্রয়ােজন মতাে সহজে কাস্টমাইজ করতে পারেন।
- ভেন্ডরদের কাছে ব্যবহারকারীরা কম নির্ভরশীল।
ওপেন সাের্স অপারেটিং সিস্টেম এর অসুবিধা
- সাধারণত বাণিজ্যিকভাবে এ ধরণের সফটওয়্যার তৈরি করা হয় না বিধায় এর বড় কোন উন্নয়ন হওয়ার নিশ্চয়তা থাকে না।
- প্রতিযােগিতা থাকে না বিধায় ব্যবহারকারীদের জন্য সমৃদ্ধ অনেক ফীচার অন্তর্ভুক্ত থাকে না।
- ট্রাবলশুটিং করার জন্য সুনিশ্চিত সার্ভিস কম পাওয়া যায়।
- কপিরাইট থাকে না বিধায় একজনের উন্নয়ন করা অংশের দাবিদার আরেকজন হতে পারে। আইপি (ইনটেলুকচুয়াল প্রােপার্টি) ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিতে পারে।