সিরামিক কী? ইট তৈরিতে কয়লা ব্যবহার করা হয় কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অতিসূক্ষ্ম ছিদ্রবিশিষ্ট ও ক্রিস্টালাইন গঠনবিশিষ্ট অ্যালুমিনো সিলিকেট, সিলিকা এবং Na, K, Ca, Mg প্রভৃতি ধাতুর সিলিকেটের সমন্বয়ে গঠিত পদার্থ হলো সিরামিক।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইট তৈরিতে কয়লা ব্যবহার করা হয় কেন?

ইট একটি বাণিজ্যিক দ্রব্য। এটি উৎপাদনে ব্যবহৃত জ্বালানি সস্তা, সহজলভ্য, সাশ্রয়ী, দীর্ঘদিন সংরক্ষণ উপযোগী হওয়া প্রয়োজন। কয়লা সহজলভ্য ও ক্যালরিফিক ভ্যালু বেশি হওয়ায় ও দামে সস্তা হওয়ায় এটি জ্বালানিরূপে সাশ্রয়ী। এছাড়াও এটি অন্যান্য জ্বালানির তুলনায় (প্রাকৃতিক গ্যাস ও কাঠ) দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এ কারণে ইট তৈরিতে কয়লা ব্যবহার করা হয়।