প্রাথমিক কোষ বা মৌলিক কোষ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে বিদ্যুৎ কোষ নিজেই নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে, তাকে প্রাথমিক কোষ বা মৌলিক কোষ বলে। যেমন– ভোল্টার কোষ, লেকল্যান্স কোষ, ডেনিয়েল কোষ, শুষ্ক কোষ ইত্যাদি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাথমিক কোষ আবার দু’ভাগে বিভক্ত। যথাঃ

(ক) এক তরল কোষ (Single fluid cell) এবং

(খ) দুই তরল কোষ (Double fluld cell)

যে বিদ্যুৎ কোষে একটি মাত্র তরল পদার্থ ব্যবহার করা হয়, তাকে এক তরল কোষ বলে। যেমন- লেকল্যান্স কোষ। অপরদিকে, যে বিদ্যুৎ কোষে দুটি তরল পদার্থ ব্যবহার করা হয়, তাকে দুই তরল কোষ বলে। যেমন- ডেনিয়েল কোষ। শুষ্ক কোষে কোন তরল ব্যবহৃত হয় না।