ক্লোরোজাইলিনল এর অপর নাম 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল। এটি একটি জীবাণুনাশক যৌগ। এটি ব্যাকটেরিয়া, ছত্রাক ও শৈবাল (যা পানি সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন পাত্রে জন্ম নেয়) প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি সাধারণত জীবাণুরোধী সাবানে, গৃহসামগ্রী জীবাণু মুক্ত করার কাজে ব্যবহৃত ডেটলে, ক্রিমে, এবং মলম তৈরিতে, ভ্যাসলিনে ব্যবহৃত হয়।
জীবাণুনাশক হিসেবে এটি কাজ করার কারণ হলো, এই যৌগটি জীবাণুর কোষ আবরণ ভেঙে দেয়। ক্লোরোজাইলিনল মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে ততটা রকমের বিষাক্ত নয়। পাখীদের ক্ষেত্রে অবিষাক্ত। স্বাদু পানির জীবের জন্য এটি মাঝারি ধরনের বিষাক্ত পদার্থ। তবে মাছের ক্ষেত্রে অত্যন্ত বিষাক্ত হয়।