কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়ে থাকে ।
উদাহরণ স্বরূপ ১ ঘন মিটার জলের ভর ১০০০ কেজি। সুতরাং, জলের ঘনত্ব হল ১০০০ কেজি প্রতি ঘন মিটার।
অপরদিকে, কোনো পদার্থের আপেক্ষীক গুরুত্ব, পদার্থের ঘনত্ব এবং জলের ঘনত্বের অনুপাত বোঝায়।
সমীকরণ আকারে লিখলে,
পদার্থের আপেক্ষীক গুরুত্ব =পদার্থের ঘনত্ব/জলের ঘনত্ব
যেমন, লৌহের আপেক্ষীক গুরুত্ব হল ৭⋅৮৭⋅৮
অর্থাৎ, লৌহের ঘনত্ব = ৭⋅৮৭⋅৮ ×জলের ঘনত্বের
সোজা কথায়, লৌহ জলের তুলনায় ৭⋅৮৭⋅৮ গুণ ভারী ।
ঘনত্ব যেখানে পদার্থের ভরের পরম মান নির্দেশ করে, আপেক্ষিক গুরুত্ব পদার্থের ভরের তুলনা মূলক মান বুঝতে সাহায্য করে।
সম্পর্কিত
কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্ব-এর মধ্যে সম্পর্ক কী?
আপেক্ষিক গুরুত্ব=বস্তুর ঘনত্ব/পানির ঘনত্ব।(4°c তাপমাত্রায়)
যেমন,
পানির আপেক্ষিক গুরুত্ব = 1000/1000=1
সোনার আপেক্ষিক গুরুত্ব=19300/1000=19.3