আকরিক থেকে লোহা নিষ্কাশনের রাসায়নিক পদ্ধতি ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

খনিতে কিছু কিছু আকরিক মৌল হিসেবে পাওয়া যায়। প্রকৃতিতে সব আকরিক পদার্থই মাটি, বালি ইত্যাদি অপ্রয়োজনীয় দ্রব্যের সাথে মিশে থাকে। এসব খনিজ অপদ্রব্যকে খনিজমল বলে। সাধারণত অতি উচ্চ তাপমাত্রায় খনিজমল দূরীভূত হয় এবং উত্তাপের প্রভাবে আকরিক বিশ্লিষ্ট হয়ে মৌলটি আলাদা হয়ে যায়। এভাবে আকরিক থেকে লোহা নিষ্কাশন করা যায়।