জিলাটিন কি? মিনারেল ট্যানিং বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জিলাটিন হলো পেপটাইড ও প্রোটিনের মিশ্রণ যা কোলাজেন এর আংশিক হাইড্রোলাইসিস-এ প্রস্তুত করা হয়। যেখানে কোলাজেন আহরিত হয় বিভিন্ন ধরনের গবাদি পশুর চামড়া, চর্বি, হাড় ইত্যাদি থেকে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মিনারেল ট্যানিং বলতে কী বোঝায়?

মিনারেল ট্যানিং হচ্ছে এমন একটি ট্যানিং পদ্ধতি যে পদ্ধতিতে মিনারেল লবণ ব্যবহার করে অতি নরম ও হালকা চামড়া প্রস্তুত করা হয়। এ পদ্ধতিতে সাধারণত ক্রোমিয়াম লবণ ব্যবহার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে অ্যালুমিনিয়াম এবং জার্কোনিয়াম লবণও ব্যবহার হয়।