কোনো গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় তরলিত করতে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করতে হয় তাকে সে পদার্থের সন্ধি চাপ বলে।
গ্যাস তরলীকরণে সন্ধি তাপমাত্রার গুরুত্ব লেখ।
প্রত্যেক গ্যাসের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে যে তাপমাত্রায় বা তার নিচের যে কোনো তাপমাত্রায় গ্যাসকে চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয় সেই নির্দিষ্ট তাপমাত্রাই হলো ঐ গ্যাসের সন্ধি তাপমাত্রা। কোনো গ্যাসকে তরলে পরিণত করতে হলে প্রথমে ঐ গ্যাসের তাপমাত্রাকে তার সন্ধি তাপমাত্রা বা তার নিচে যে কোনো তাপমাত্রায় এনে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করা হলে গ্যাসটি তরল হয়। কিন্তু সন্ধি তাপমাত্রার উপরে যথেষ্ট চাপ প্রয়োগ করেও গ্যাসটিকে তরল করা যায় না। তাই একটি গ্যাসের তরলীকরণের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।