গুণগত বিশ্লেষণ এবং পরিমাণগত বিশ্লেষণ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

গুণগত বিশ্লেষণঃ বিশ্লেষণী রসায়নে যে পদ্ধতিতে কোন পদার্থের নমুনায় উপস্থিত উপাদানগুলির গুনাগুন বা ধর্ম সম্পর্কে জানা যায় তাকে গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ বলে। গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে অধঃক্ষেপণ বা দ্রবণের বর্ণের পরিবর্তনের দ্বারা কোন লবণের নমুনায় উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ বা জৈব যৌগের কার্যকরী মূলক সনাক্তকরণ করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

পরিমাণগত বিশ্লেষণঃ বিশ্লেষণী রসায়নে যে পদ্ধতিতে কোন পদার্থের নিদিষ্ট পরিমাণ নমুনায় উপস্থিত উপাদানগুলির পরিমাণ নির্ণয় করা হয় তাকে পরিমাণগত বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ বলে। পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে কোন নমুনার নির্দিষ্ট পরিমাণে উপস্থিত উপাদানগুলি ভর বা নমুনার নির্দিষ্ট আয়তনের ঘনমাত্রা নির্ণয় করা হয়। পরিমাণগত বিশ্লেষণ দুই প্রকার-  ১. ভরভিত্তিক বিশ্লেষণ এবং ২. আয়তনিক বিশ্লেষণ।