বিজারণ কী? স্বতঃজারণ-বিজারণ বিক্রিয়া বলতে কী বোঝ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিজারণ কী?

উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে এবং এর ফলে সংশ্লিষ্ট পরমাণু বা মূলক বা আয়নের ঋণাত্মক চার্জ বৃদ্ধি বা ধনাত্মক চার্জ হ্রাস পায়, তাকে বিজারণ বলে।

স্বতঃজারণ-বিজারণ বিক্রিয়া বলতে কী বোঝ?

উত্তর : কোনো কোনো জারণ-বিজারণ বিক্রিয়ায় একই পদার্থ আংশিকভাবে জারিত আবার আংশিকভাবে বিজারিত হয়। এ বিক্রিয়াকে স্বতঃজারণ-বিজারণ বিক্রিয়া বলে। যেমন— পটাসিয়াম ক্লোরেটকে তাপীয় বিয়োজন করলে পটাসিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয়।

এই বিক্রিয়ায় KClO3 থেকে KCl উৎপাদন বিজারণ বিক্রিয়া এবং KClO3 থেকে O2 উৎপাদন জারণ বিক্রিয়া।