বলয় পরীক্ষা কি?
উত্তর : একটি টেস্টটিউবে নাইট্রেট দ্রবণ নিয়ে তাতে সম আয়তন সদ্য প্রস্তুত আয়রন (III) সালফেটের দ্রবণ যোগ করে মিশ্রিত করে টেস্টটিউবকে যথাসম্ভব কাত করে সাবধানে এর গা বেয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে দুই দ্রবণের সংযোগস্থলে বাদামী বর্ণের বলয় সৃষ্টি হয় যা নাইট্রেট আয়নের উপস্থিতি নিশ্চিত করে। একে বলয় পরীক্ষা বলে।
সক্রিয়তা ক্রমের গুরুত্ব– ব্যাখ্যা কর।
উত্তর : অধিকতর সক্রিয় ধাতুকে উপরে এবং তা অপেক্ষা কম সক্রিয় ধাতুকে নিচে অবস্থান দিয়ে ধাতুর যে সংখ্যাক্রম পাওয়া যায় তাকে সক্রিয়তার ক্রম বলে।
সক্রিয়তার ক্রমের মাধ্যমে কোনো ধাতুর সক্রিয়তা বেশি বা কম তা জানা যায়। তাই সক্রিয়তার ক্রমের মাধ্যমে সহজেই জানা যায় কোন ধাতু আগে জারিত হবে। এই ক্রমের মাধ্যমে কোনো ধাতুকে কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হবে তা নির্ধারণ করা যায়। তাই বলা যায় রসায়নে সক্রিয়তা ক্রমের গুরুত্ব অপরিসীম।