প্রতীক, সংকেত ও যোজনী বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রতীক :

১. মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুটি অক্ষর দিয়ে মৌলটিকে সংক্ষেপে প্রকাশ করাকে প্রতীক বলে।

২. হাইড্রোজেনের প্রতীক হলো H।

৩. প্রতীক শুধু মৌলিক পদার্থের হয়।

৪. একটি মৌলের একটি প্রতীক হয়।

সংকেত :

১. কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়।

২. হাইড্রোজেন অণুর সংকেত হলো H2।

৩. সংকেত মৌলিক ও যৌগিক উভয় পদার্থের হয়।

৪. একটি মৌল বা যৌগের একটি সংকেত হয়।

যোজনী :

১. কোনো মৌলের বা যৌগের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অন্য মৌল বা যৌগের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে।

২. পানির অণুর সংকেত H2O। এখানে হাইড্রোজেনের যোজনী ১ এবং অক্সিজেনের যোজনী ২।

৩. যোজনী মৌলিক ও যৌগিক উভয় পদার্থের হয়।

৪. একই মৌলে বা যৌগের বিভিন্ন যোজনী হয়। যেমন– কার্বনের যোজনী ২ ও ৪।