তড়িৎ ক্ষেত্র এবং চুম্বকক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে বিকিরণ ঘটে তাকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ (Electromagnetic Radiation) বলে। তড়িৎ চুম্বকীয় বিকিরণের বহুমাত্রিক ব্যবহার রয়েছে। সব ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ শূন্য মাধ্যমে আলোর বেগে চলে। তড়িৎ চুম্বকীয় বিকিরণ মাধ্যম ছাড়া এবং যেকোন মাধ্যমের ভেতর দিয়ে গমন করে। তবে এক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় বিকিরণের কম্পাংক বিবেচ্য বিষয়। শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় বিকিরণ তরঙ্গ আকারে আলোর বেগে ধাবমান। তড়িৎচুম্বকীয় বিকিরণ মূলত বিকীর্ণশক্তি। এ বিকীর্ণশক্তি কম্পাঙ্কের সমানুপাতিক অর্থাৎ E ∝ v [এখানে v (নিউ) হলো বিকীর্ণশক্তির কম্পাঙ্ক]
আবার, কম্পাংক বিকীর্ণশক্তির তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে শক্তির তীব্রতা তত কম হবে। আবার, তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, বিকীর্ণশক্তির তীব্রতা তত বেশি হবে।