ট্রেস মৌল কাকে বলে? গ্যাসীয় বর্জ্য বলতে কী বোঝ?

 

 

 

 

 

 

 

 

 

 

ট্রেস মৌল কাকে বলে?

উত্তরঃ পানিতে কিছু কিছু মৌল এমন সূক্ষ্ম পরিমাণে দ্রবীভূত থাকে যে বিশ্লেষণের মাধ্যমে এদের উপস্থিতি শনাক্ত করা গেলেও পরিমাণ নির্ণয় করা যায় না, তাদের ঐ পানির নমুনার ট্রেস মৌল বলে।

গ্যাসীয় বর্জ্য বলতে কী বোঝ?

উত্তরঃ নাইট্রোজেন ও সালফার যৌগসমূহের পরিবেশ দূষণে যথেষ্ট ভূমিকা রয়েছে। বর্তমানে বহুল আলোচিত গ্রিন হাউজ প্রভাব বিস্তারে গ্রিন হাউজ গ্যাস হিসেবে CO2, CH4, CFC এর পাশাপাশি N2O, NO, NO2, NH3 ও SO2, SO3, H2S গ্যাসগুলোরও ক্ষতিকর ভূমিকা রয়েছে। পরিবেশ বিপর্যয় সৃষ্টিকারী এসিড বৃষ্টির মূলে রয়েছে কলকারখানা ও যান্ত্রিক যানবাহনে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির (পেট্রোল, ডিজেল, কয়লা) দহনে নির্গত NO, NO2, SO2, SO3 ও CO2 গ্যাস। এ গ্যাসসমূহই গ্যাসীয় বর্জ্য।