ই-বর্জ্য কাকে বলে?
ই-বর্জ্য বলতে সাধারণত ইলেকট্রনিক সামগ্রীর বর্জ্যকেই বোঝানো হয়। বিশ্বে এখন প্রযুক্তিগত ও কারিগরি উন্নয়ন যে গতিতে হচ্ছে সে অনুপাতে বাড়ছে ই-বর্জ্য। নতুন প্রযুক্তিগুলো দ্রুত চলে আসায় আগের ইলেকট্রনিক সামগ্রী বিশেষ করে টেলিভিশন (Television), কম্পিউটার (Computer), ল্যাপটপ (Laptop), মোবাইল ফোন (Mobile Phone), ফ্রিজ (Fridge), শিশুদের খেলনা, ক্যামেরা(Camera) ইত্যাদি ফেলে দেওয়া হচ্ছে। এসব পণ্যের ব্যবহারিক জীবনকাল সংক্ষিপ্ত হতে শুরু করায় ই-বর্জ্যের পরিমাণ বাড়ছে। এসব বস্তুতে প্রচুর পরিমাণ বিষাক্ত উপাদান যেমন Pb, Hg, Cd, As, Cr এবং বিভিন্ন দাহ্য উপকরণ থাকে।