অম্ল বা এসিডের বিয়োজন ধ্রুবক : প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, তাকে ঐ অম্লের বিয়োজন ধ্রুবক বলে। একে Ka দ্বারা প্রকাশ করা হয়। বিয়োজন ধ্রুবকের সাহায্যে অম্ল বা এসিডের সক্রিয়তা নির্ণয় করা যায়। কতগুলো এসিডের মধ্যে যে এসিডের বিয়োজন ধ্রুবক (Ka) এর মান বেশি হবে, সেই এসিড হবে শক্তিশালী এসিড। বিয়োজন ধ্রুবকের মান অনুযায়ী কয়েকটি এসিডের সক্রিয়তা ক্রম– HCl > H3PO3 > H2SO4 > H3PO4 > HNO3 > HF > HCO2H > CH3CO2HH।