পরম তাপমাত্রা স্কেল কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

– 273°C কে শূন্য ধরে এবং প্রতি ডিগ্রির ব্যবধানকে সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রির ব্যবধানের অনুরূপ বিবেচনা করে একটি নতুন তাপমাত্রা স্কেল প্রবর্তন করা হয়েছে। একে পরম তাপমাত্রা স্কেল বলে।

 

 

 

 

 

পরম তাপমাত্রা স্কেলে তাপমাত্রার সংকেত °A (Degree Absolute) ব্যবহৃত হলেও পরবর্তীতে °K (Degree Kelvin) এবং বর্তমানে শুধুমাত্র K (Kelvin) ব্যবহৃত হয়। সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে t এবং পরম তাপমাত্রাকে T দ্বারা নির্দেশ করা হয়।