মোলার পরিবাহিতা : কোনো দ্রবণের যত ঘন সে.মি. তে এক মোল তড়িৎবিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকে তাকে দ্রাবণটির আপেক্ষিক পরিবাহিতার দ্বারা গুণ করলে যে পরিবাহিতা পাওয়া যায় তাকেই দ্রবণটির মোলার পরিবাহিতা বলে। মোলার পরিবাহিতা, µ = 1000/C × K।
তুল্য পরিবাহিতা : যেকোনো ঘনমাত্রায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের এক গ্রাম তুল্য হতে উৎপাদিত সকল আয়নধারী দ্রবণের সম্পূর্ণ অংশ যদি এক সে.মি. দূরত্বে স্থাপিত দুটি বৃহৎ তড়িদদ্বারের মধ্যে রাখা যায় তবে উক্ত দ্রবণ যে পরিবাহিতা সৃষ্টি করে তাকে তুল্য পরিবাহিতা বলে। তুল্য পরিবাহিতা, λ = 100/C × K [যেখানে K হলো ঘনমাত্রা]।