সাধারণভাবে বলা যায়, যে সূক্ষ্ম কণিকায় পদার্থের বস্তু ধর্মের পরিবর্তন সূচিত হয় সেই সূক্ষ্ম কণিকাই ন্যানো পার্টিক্যাল। কোনো বিচ্ছিন্ন অণু ন্যানো পার্টিক্যাল নয়। ন্যানো পার্টিক্যাল হচ্ছে ন্যূনতম একটি মাত্রা 1-100 nm বিশিষ্ট ক্ষুদ্রাকৃতির কণা (ত্রিমাত্রিক কণা)।
ন্যানো পার্টিক্যালের বৈশিষ্ট্য
ন্যানো পার্টিক্যালের বৈশিষ্ট্য নিম্নরূপঃ–
১। পদার্থের 1-100 nm বিশিষ্ট কণা।
২। আকার নির্ভর।
৩। পদার্থের ভৌত ধর্ম অক্ষুণ্ণ থাকে না।
৪। বিভিন্ন প্রক্রিয়ায় এদের তৈরি করা হয়।
৫। স্বাধীনভাবে থাকতে পারে।
৬। স্বাভাবিকের চেয়ে কম।
৭। পৃষ্ঠতলের ক্ষেত্রফল অধিক।
৮। সুপার প্যারাম্যাগনেটিক।
৯। কোয়ান্টাম প্রভাব বেশি।