নিউক্লিয় চুল্লি কাকে বলে? নিউক্লিয় চুল্লির কাজ কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে যান্ত্রিক চুল্লির মাধ্যমে পারমাণবিক বিক্রিয়ায় উৎপন্ন নিউট্রনকে নিয়ন্ত্রণের মাধ্যমে তথা চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি উৎপন্ন করা যায় তাকে নিউক্লিয় চুল্লি বা পারমাণবিক চুল্লি (Nuclear reactor) বলে।

কাজ : গবেষণা চালানো, তাপ অথবা শক্তি উৎপাদন, ব্রিডিং বা নিউক্লিয় প্রজাতি উৎপাদন, পরিচলন ইত্যাদি নিউক্লিয় চুল্লির কাজ।