পরীক্ষাগারে বিভিন্ন বিশ্লেষণ কাজের জন্য গাঢ় এসিড দ্রবণ তৈরি করতে হয়। উচ্চ মোলার ঘনমাত্রার দ্রবণ থেকে নিম্ন মোলার ঘনমাত্রার দ্রবণ তৈরি করার প্রক্রিয়াকে দ্রবণের লঘুকরণ বলে। লঘুকরণের মূল ভিত্তি হলো– দ্রবের মোল সংখ্যা = মোলারিটি × লিটার এককে দ্রবণের আয়তন।