ওয়াশ বোতল কি? What is Wash bottle in Bangla?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ওয়াশ বোতল (Wash bottle) হচ্ছে এক ধরনের বোতল, যার অগ্রভাগ সূচালো মোচড়ানো, যা দিয়ে পরীক্ষাগারে টেস্টটিউবের মতো কাঁচের জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করা হয়।

ওয়াশ বোতল সাধারণত কাঁচ বা প্লাস্টিকের তৈরি হয়। বোতলের মুখে 45 ডিগ্রি কোণে বাঁকানো একটি নল যুক্ত করা থাকে। এই নলের মধ্যে দিয়ে ওয়াশ বোতলের পাতিত পানি বের হয়ে আসে।

ব্যুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক পাতিত পানি দিয়ে ধোয়ার জন্য ওয়াশ বোতল ব্যবহার করা হয়। তাছাড়া টাইট্রেশন করার সময় ব্যুরেট থেকে দ্রবণ কনিক্যাল ফ্লাস্কে প্রবেশ করার সময় তা ছিটকে পড়ে ফ্লাক্সের গায়ে লেগে থাকলে তা ওয়াশ বোতল থেকে পাতিত পানি দ্বারা ধুয়ে দিতে হয়।

প্রমাণ দ্রবণ তৈরি করার সময় ফানেলের গায়ে লেগে থাকা রাসায়নিক বস্তু ধুয়ে ফ্লাস্কে নিতে এবং নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করতে ওয়াশ বোতল থেকে পাতিত পানি ব্যবহার করা হয়।