গতিশক্তি কী? মিশ্রণ ও যৌগের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পদার্থ যেসব অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত সেই কণাগুলো পরমশূন্য তাপমাত্রা ব্যতীত অন্য তাপমাত্রায় নড়াচড়া বা চলাফেরার ফলে পদার্থ এক ধরনের শক্তি লাভ করে। পদার্থের এই শক্তিকে গতিশক্তি বলে।

মিশ্রণ ও যৌগের মধ্যে পার্থক্য কি?

মিশ্রণ

  • দুই বা ততোধিক পদার্থকে যে কোন অনুপাতে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে।
  • মিশ্রণে পদার্থ সমূহের নিজ নিজ ধর্ম অক্ষুন্ন থাকে।
  • মিশ্রণ সাধারণত দুই প্রকারের যথা- সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণ।
  • মিশ্রণের মধ্যকার উপাদানসমূহকে সহজেই আলাদা করা যায়।
  • পানিতে চিনির দ্রবণ বা শরবত একটি মিশ্রণের উদাহরণ।

 

যৌগ

  • যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলে।
  • যৌগে মৌলসমূহের নিজ নিজ ধর্ম লোপ পেয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়।
  • যৌগের কোন সুনির্দিষ্ট প্রকারভেদ নেই।
  • যৌগ গঠিত হওয়ার পর মৌলসমূহের পৃথকীকরণ দুঃসাধ্য।
  • “পানি ” একটি যৌগের উদাহরণ যা হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয়ে গঠিত।