ক্রোমাটোগ্রাফী কী? HPLC প্রযুক্তির মূলনীতি লিখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোনো মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে অপর একটি সচল মাধ্যমকে ঐ স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলোকে অধিশোষণ মাত্রা বা বণ্টন সহগের উপর ভিত্তি করে আলাদা করার পদ্ধতিই হচ্ছে ক্রোমাটোগ্রাফী।

HPLC প্রযুক্তির মূলনীতি।

HPLC প্রযুক্তিতে তরল নমুনাকে কলামের ভিতর অবস্থানরত কঠিন শোষকের উপর দিয়ে পাম্পের সাহায্যে চালনা করা হয়। নমুনায় উপস্থিত উপাদানসমূহ পৃথক পৃথকভাবে কঠিন শোষক দ্বারা শোষিত হয় এবং দ্রাবকের উপস্থিতিতে ধীরে ধীরে কঁলামের নিচ দিয়ে বের হয়ে ডিটেক্টরে পৌঁছায়। এই বের হয়ে আসা সময়ের (Retention Time) পার্থক্যের ওপর ভিত্তি করেই মিশ্রণের উপাদানসমূহকে পৃথক করা হয়। তরল দশায় যার দ্রবণীয়তা বেশি এবং স্থির দশার প্রতি যে উপাদানের আকর্ষণ কম সে উপাদানটি প্রথমে পৃথক হয়ে আসে। অপরদিকে স্থির দশার প্রতি অপেক্ষাকৃত বেশি আসক্তি এবং তরল দশায় দ্রবণীয়তা সবচেয়ে কম, সে উপাদানটি সবচেয়ে নিষ্ক্রান্ত হয়।