অপোলার যৌগ কাকে বলে? রাসায়নিক বন্ধন বলতে কী বোঝ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে সকল যৌগ জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় ধনাত্মক (+) ও ঋণাত্মক (-) প্রান্ত সৃষ্টি করতে পারে না তাদেরকে অপোলার যৌগ বলে। যেমন, পেট্রোল, বেনজিন, মিথেন, কার্বন টেট্রা ক্লোরাইড ইত্যাদি অপোলার যৌগের উদাহরণ।

রাসায়নিক বন্ধন বলতে কী বোঝ?

রাসায়নিক বিক্রিয়ার সময় দুটি পরমাণুর বহিঃস্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ারকরণ দ্বারা উভয় পরমাণুই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল দ্বিত্ব বা অষ্টক কাঠামো লাভ করলে পরমাণুদ্বয়ের মধ্যে সৃষ্ট যে শক্তি তাদেরকে যুক্ত করে অণু গঠন করে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন, রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে হাইড্রোজেন অণু গঠন করে।