কোনো মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে ঐ মিশ্রণে উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাতকে ঐ উপাদানের মোল ভগ্নাংশ বলে। যেমন- একটি মিশ্রণে A উপাদানের মোল সংখ্যা nA এবং A ও B উপাদানদ্বয়ের মোল সংখ্যা n হলে nA/n অনুপাতটি মিশ্রণে A উপাদানের মোল ভগ্নাংশ।
মোলের ধারণা (Concept of Mole)
রসায়নের যে কোনো হিসাব বা গাণিতিক সমস্যা সমাধানের জন্য মোলের ধারণা অত্যাবশ্যকীয়। মোল বলতে সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু বা আয়নের সংখ্যাকে বুঝায়। এটি একটি ধারণা যা সর্বপ্রথম ইটালির পদার্থবিদ অ্যামিদিও অ্যাভোগেড্রো ১৮১২ সালে প্রস্তাব করেন। তাঁর প্রস্তাব অনুযায়ী স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। পরবর্তীতে দেখা যায় যে, মৌলের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর ও আণবিক ভর সরাসরি মোলের সাথে জড়িত। আবার বিভিন্ন ঘনমাত্রার রাসায়নিক দ্রবণ তৈরি করতেও মোল-এর প্রয়োজন।