পানির বিশুদ্ধতার মানদণ্ডগুলো নিম্নরূপঃ
১। খরতা;
২। pH মান;
৩। দ্রবীভূত অক্সিজেন (DO);
৪। প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা (BOD);
৫। রাসায়নিক অক্সিজেন চাহিদা (COD);
৬। দ্রবীভূত ট্রেস উপাদান (TDS);
খরতা : পানিতে বিভিন্ন ধাতু যেমন- ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও আয়রন ধাতুর কার্বনেট, সালফেট ও ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকলে তাকেই পানির খরতা বলে।
পানির খরতার কারণ হলো পানি চক্রের একটি উল্লেখযোগ্য অংশে পানি পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়। এই প্রবাহ চলাকালে পানি মাটিতে উপস্থিত বিভিন্ন খনিজ লবণের সংস্পর্শে আসে। পানিতে লবণ দ্রবীভূত হয়। এ ছাড়া বৃষ্টির পানিতে উপস্থিত কার্বনিক এসিড, চুনাপাথর, ডলোমাইট সমৃদ্ধ শিলার উপর দিয়ে গড়িয়ে যাওয়ার সময় ধীরে ধীরে বিক্রিয়া করে ও এদের দ্রবীভূত করে। ফলে পানির খরতা সৃষ্টি হয়।
দ্রবীভূত অক্সিজেন (DO) : প্রতি লিটার নমুনা পানির অক্সিজেন সম্পৃক্তকরণে ঐ পানিতে দ্রবীভূত অক্সিজেনের (dissolved oxygen) এর পরিমাণকে ঐ পানির DO বলা হয়।
প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা (BOD) : জৈব পদার্থের ভাঙনের প্রাক্কালে জৈব রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত পানিতে বিদ্যমান দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে BOD বলে।