ক্যাথোড হলো এক ধরনের তড়িদদ্বার যা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং যার মাধ্যমে ইলেকট্রন ব্যাটারি থেকে দ্রবণে প্রবেশ করে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে।
ধাতুর সক্রিয়তা সিরিজ কীভাবে তড়িৎকোষ নির্মাণে সহায়তা করে?
যে কোন ধরনের তড়িৎকোষ নির্মাণে দুটি তড়িৎদ্বারের প্রয়োজন হয়। একটিতে জারণ ও অন্যটিতে বিজারণ ঘটে। অর্থাৎ একটি তড়িৎদ্বারের পদার্থের ইলেকট্রন ত্যাগ করে আয়নিত হবার প্রবণতা অন্যটির চাইতে বেশি হওয়া প্রয়োজন। ধাতুর সক্রিয়তা সিরিজ এর উপরের ধাতুসমূহ সবচেয়ে সক্রিয় এবং তারা দ্রুত ইলেকট্রন ত্যাগ (জারণ) করে আয়নিত হবার প্রবণতা দেখায়। তাই তড়িৎকোষে স্বাভাবিকভাবেই অধিক সক্রিয় ধাতুটি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ দুটি ধাতুর মধ্যে অপেক্ষাকৃত উপরে অবস্থানকারী ধাতুটি হয় অ্যানোড ও নিচেরটি ক্যাথোড। এভাবেই সক্রিয়তা সিরিজ এর মাধ্যমে অ্যানোড ও ক্যাথোড তৈরির প্রাথমিক ধারণা পাওয়া যায়।