কনিক্যাল ফ্লাস্ক কি? কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল। (Conical Flask in Bangla)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কনিক্যাল ফ্লাস্ক কি? (What is Conical Flask in Bengali/Bangla?)

কনিক্যাল ফ্লাস্ক একটি ছোট গলাযুক্ত চ্যাপ্টা তলাবিশিষ্ট কাঁচের ফ্লাস্ক। আয়তনমাত্রিক বিশ্লেষণে একে ব্যবহার করা হয় এবং এর ভিতর রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। আয়তন মাত্রিক বিশ্লেষণের সময় পিপেট দ্বারা মেপে নির্দিষ্ট আয়তনের টাইট্রেন্ট কনিক্যাল ফ্লাস্কে নেয়া হয়। ব্যুরেট হতে টাইটার যোগ করে এক বা দুই ফোঁটা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে টাইট্রেশন ক্রিয়া সম্পন্ন করা হয়।

ডান হাতে কনিক্যাল ফ্লাস্কের উপরিভাগ ধরে ব্যুরেটের ছিপিকে বাম হাতের আঙ্গুল দ্বারা নিয়ন্ত্রণ করে প্রয়োজন অনুযায়ী টাইটারকে ফ্লাস্কে যোগ করা হয়। ডান হাতের আঙ্গুল দ্বারা ফ্লাস্ককে এমনভাবে ঝাঁকানো হয় যেন ভিতরের সমস্ত তরল সুষমভাবে আলোড়িত হয়। ফ্লাস্ককে ঝঁঝাকানোর সময় কোনো অবস্থাতেই যেন এটি ব্যুরেটের সূঁচালো প্রান্তকে আঘাত বা স্পর্শ না করে সেদিকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রতিটি টাইট্রেশন শেষ করার পর কনিক্যাল ফ্লাস্কটিকে অবশ্যই ভালভাবে পানি দ্বারা ধুয়ে নেয়া প্রয়োজন।