মৌলিক কণিকা কাকে বলে? কোয়ান্টাম সংখ্যা কী? ব্যাখ্যা করো।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে সকল সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত তাদের মৌলিক কণিকা বলে। পরমাণুর মৌলিক কণিকা তিনটি। যথা– ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এদের মধ্যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং প্রোটন ধনাত্মক চার্জযুক্ত।

কোয়ান্টাম সংখ্যা কী? ব্যাখ্যা করো।

পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তরের আকার, কক্ষপথের আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত তিনটি রাশি রয়েছে। এছাড়াও পারমাণবিক বর্ণালির সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেক্ট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক চতুর্থ রাশি আছে। এ চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়।

চারটি কোয়ান্টাম সংখ্যার নাম হলোঃ- ১. প্রধান কোয়ান্টাম সংখ্যা; ২. সহকারী কোয়ান্টাম সংখ্যা; ৩. চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ৪. ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।