কোন গতিশীল বস্তু একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে চলতে থাকলে বস্তুর এ সরণের হারকে সুষম বেগ বলে। সুষম বেগ সম্পন্ন বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে এবং বস্তুর উপর বলের লব্ধি শূন্য হয়। v সুষমবেগে গতিশীল একটি বস্তুর t সেকেন্ডে সরণ, s = vt.
উদাহরণ : শব্দের বেগ সুষম বেগের একটি প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ। শব্দ নির্দিষ্ট দিকে সব সময় সমান সময়ে সমান পথ অতিক্রম করে, আর তা হচ্ছে 0°C তাপমাত্রায় বায়ুতে প্রতি সেকেন্ডে 332 m। শব্দ কোন নির্দিষ্ট দিকে প্রথম সেকেন্ডে 332 m, দ্বিতীয় সেকেন্ডে 332 m এবং এরূপে প্রতি সেকেন্ডে 332 m করে চলতে থাকে। এখানে শব্দের বেগের মান ও দিক একই থাকায় শব্দের বেগ 332 ms-1 হল সুষম বেগ।