সাধারণ মিশ্রণ কাকে বলে? প্যারাফিন কাদের বলা হয়? ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোন অনুপাতে মিশ্রিত করলে যদি এরূপ একটি পদার্থ পাওয়া যায়, যার মধ্যে উপাদান পদার্থগুলো নিজ নিজ ধর্ম অপরিবর্তিত রেখে পাশাপাশি অবস্থান করতে পারে, তখন ঐ মিশ্র পদার্থকে সাধারণ মিশ্রণ বলে।

প্যারাফিন কাদের বলা হয়?
জৈব যৌগের অ্যালকেন শ্রেণির সদস্যকে প্যারাফিন বলে। প্যারাফিন একটি ল্যাটিন শব্দ যার অর্থ নিষ্ক্রিয় বা আকর্ষণ নেই। অ্যালকেনসমূহ কার্বন-কার্বন এবং কার্বন-হাইড্রোজেন বন্ধনসমূহ অত্যন্ত শক্তিশালী হওয়ায় অ্যালকেনসমূহ সাধারণত রাসায়নিকভাবে নিস্ক্রিয় হয়। ফলে এরা সাধারণত তীব্র এসিড, জারক ও বিজারক পদার্থের সাথে বিক্রিয়া করে না অর্থাৎ নিস্ক্রিয় থাকে। তাই অ্যালকেনসমূহকে প্যারাফিন বলা হয়।