কোনো মৌলের যে যোজনী কার্যকরী অবস্থায় বিরাজ করে অর্থাৎ ব্যবহৃত হয় সে যোজনীকে ঐ মৌলের সক্রিয় যোজনী বলে। যেমন– কার্বন ডাই-অক্সাইড একটি কার্বন পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়। কাজেই কার্বনের সক্রিয় যোজনী 2।
F, Cl ও Br-একই গ্রুপের মৌল কেন?
যে সমস্ত মৌলের সর্ববহিস্থ স্তরে সমান সংখ্যক ইলেকট্রন থাকে তাদের একই গ্রুপে স্থান দেয়া হয়। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 7; ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7 এবং ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 18, 7। এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় F, CI, Br এর সর্ববহিঃস্থ স্তরে সাতটি করে ইলেকট্রন আছে। অর্থাৎ বহিঃস্থসেলে সর্বমৌলগুলােরই ইলেকট্রন সংখ্যা একই। তাই এদেরকে একই গ্রপে স্থান দেয়া হয়।