১৭৬৮ সালে ল্যাম্বার্ট কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে চালিত আপতিত আলোক রশ্মির তীব্রতার সাথে তার প্রতিসারিত অংশের তুলনা করার জন্য একটি সূত্র প্রনয়ণ করেন। এটি মূলত ল্যাম্বার্টের সূত্র নামে পরিচিত। সূত্রটি হচ্ছে – “কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে একবর্ণী আলোক রশ্মি চালনা করলে মাধ্যমের পুরুত্বের সাথে আলোকের তীব্রতা হ্রাসের হার আলোকের তীব্রতার সমানুপাতিক হয়।”
যদি কোন স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে প্রবাহিত আলোক রশ্মির তীব্রতা “I” এবং মাধ্যমের পুরুত্ব “l” হয় তাহলে ল্যাম্বার্টের সূত্রানুসারে,