যে প্রক্রিয়ার মাধ্যমে একটি অজানা লবণের বা যৌগের গুণগত ও পরিমাণগত দিক সম্পর্কে সম্যক জানা যায় তাকেই রাসায়নিক বিশ্লেষণ বলে। রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকার। যথাঃ-
১. গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ (Qualitative Analysis)।
২. পরিমাণগত বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ(Quantitative Analysis)।
১। গুণগত বিশ্লেষণঃ কোনো পদার্থ বা বস্তু কি কি পরমাণু দ্বারা গঠিত তা যে পদ্ধতিতে নির্ণয় করা হয় সেই পদ্ধতিকে গুণগত বিশ্লেষণ বলে। যেমন : গ্লুকোজকে বিশ্লেষণ করে দেখা গেল যে, যৌগটি কার্বন (C), হাইড্রোজেন (H) এবং অক্সিজেন (O) দ্বারা তৈরি। এই বিশ্লেষণ হলো গুণগত বিশ্লেষণ।
২। মাত্রিক বিশ্লেষণঃ যে প্রক্রিয়ায় কোন যৌগের বা মিশ্রণের কোন নির্দিষ্ট উপাদান বা বিভিন্ন উপাদানের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা হয় তাকে মাত্রিক বিশ্লেষণ বলে। মাত্রিক বিশ্লেষণ প্রধানত দুই প্রকার। যথা- (ক) আয়তনিক বিশ্লেষণ এবং (খ) ওজনমাত্রিক বিশ্লেষণ।