ভরের বা পদার্থের নিত্যতা সূত্র বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ সূত্রটি পদার্থের অবিনাশিতাবাদ সূত্র (Law of indestructibility of matter) নামেও পরিচিত। ১৭৭৪ সালে ফরাসি বিজ্ঞানী ল্যাভয়সিয়ে এ সূত্র আবিষ্কার করেন। এ সূত্রকে বিভিন্নভাবে ব্যক্ত করা যায়:
(১) “পদার্থকে সৃষ্টি করা যায় না বা ধ্বংসও করা যায় না, তাকে এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র।”
(২) “যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের মোট ভর, বিক্রিয়কগুলোর মোট ভরের সমান থাকে।”
উদাহরণস্বরূপ, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুইটি বিক্রিয়ক A ও B এর ভর যথাক্রমে m ও n গ্রাম হয় এবং তাদের মধ্যে বিক্রিয়ার ফলে C, D ও E এ তিনটি পদার্থ উৎপন্ন হয়, যাদের ভর যথাক্রমে x, y ও z তবে উপরিউক্ত সূত্র অনুযায়ী বিক্রিয়ক পদার্থের ভর = উৎপন্ন পদার্থের ভর। অর্থাৎ m + n = x + y + z।