ppm হলো ঘনমাত্রা পরিমাপের একক। কোনো দ্রবণের প্রতি দশ লক্ষ ভাগে (আয়তন বা ওজন) কোনো দ্রব্যের যত ভর দ্রবীভূত থাকে, সেই ভর নির্দেশিক সংখ্যাটিকেই ঐ দ্রব্যের ppm ঘনমাত্রা বলা হয়ে থাকে। দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ যদি অতি অল্প হয় সেক্ষেত্রেই কেবল ppm একক ব্যবহার করা হয়ে থাকে।