পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলে। যেমন: সোডিয়াম (Na) পরমাণুর নিউক্লিয়াসে ১১টি প্রোটন ও ১২টি নিউট্রন আছে। সুতরাং, সোডিয়ামের নিউক্লিয়ন সংখ্যা (১১ + ১২) = ২৩।
আণবিক ভর এর কোন একক নেই?
আণবিক ভর হচ্ছে একটি অনুপাত সংখ্যা। যার কারণে এর কোন একক নেই।
আধুনিক সংজ্ঞা অনুসারে আণবিক ভর হচ্ছে- কোন পদার্থের একটি অণুর ভর এবং কার্বন-12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাত।
সুতরাং, আণবিক ভর অনুপাত সংখ্যা হাওয়াই এর কোন একক নেই।