তলটান কাকে বলে?
উত্তরঃ কোনো তরলের মুক্ত তলের ওপর স্পর্শ রেখা টানলে এই রেখার উভয় পাশে লম্বভাবে একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বা তলটান বলে।
পানির ফোঁটা গোলাকৃতি হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তরঃ তরলের পৃষ্ঠে কিছু বিভব শক্তি জমা থাকে। এ বিভব শক্তি তরলের পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল কম হলে সঞ্চিত বিভব শক্তিও কম হয়। তরল চায় এর বিভব শক্তিকে সর্বনিম্ন রাখতে। সুতরাং সর্বনিম্ন বিভব শক্তিতে থাকতে হলে পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন করতে হবে। একটি নির্দিষ্ট পানির ফোঁটা গোলাকৃতি হলেই এর পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। এ কারণেই পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করে।