টেস্টটিউব কাকে বলে? মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতির সুবিধা ও অসুবিধা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

একটি পাতলা কাঁচের সরু নল যার একপ্রান্ত বদ্ধ ও অপরপ্রান্ত খোলা থাকে তাকে টেস্টটিউব (Test tube) বলে। ছোট-বড় বিভিন্ন আকারের টেস্টটিউব হতে পারে। সাধারণত 15 থেকে 16 মিলি আয়তনের টেস্টটিউব বেশি ব্যবহার করা হয়। টেস্টটিউব খাড়া করে রাখার জন্য কাঠের বা প্লাস্টিক নির্মিত টেস্টটিউব স্ট্যান্ড ব্যবহৃত হয়। কাজ করার সময় হাত দিয়ে টেস্টটিউব ধরার জন্য টেস্টটিউব ধারক ব্যবহার করা হয়।

মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতির সুবিধা ও অসুবিধা

সুবিধা

  • এ প্রক্রিয়ায় প্রস্তুতির জন্য খুব অল্প সময়ের প্রয়োজন।
  • স্বল্প পরিমাণ নমুনা ও কম দ্রাবকের প্রয়োজন হয়।
  • উৎপাদিত বর্জ্যের পরিমাণ খুবই কম।

অসুবিধা

  • ওজন ও আয়তন পরিমাপে খুব সূক্ষ্মতার প্রয়োজন।
  • যন্ত্রপাতি সহজলভ্য নয়।
  • ব্যবহৃত যন্ত্রপাতি ব্যয়বহুল।