একই মৌলের বহু সংখ্যক পরমাণুর পর পর যুক্ত হয়ে শিকল রচনা করার বৈশিষ্ট্যকে ক্যাটিনেশন (Catenation) বলে। ল্যাটিন ভাষায়, ‘Catena’ মানে চেইন। যেমন– পেন্টেনে ‘৫ কার্বনের চেইন’ ক্যাটিনেশনের উদাহরণ।
H3C-CH2-CH2– CH2-CH3
ক্যাটিনেশনের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ফুলারিন যা কার্বনের একটি ত্রিমাত্রিক পলিমারীয় রূপভেদ। sp2 সংকরিত ৬০ কার্বনের (C60) এ কাঠামোটি দেখতে অনেকটা ফুটবলের মত।
অ্যালকেন এর ভৌত ধর্ম
অ্যালকেনের কয়েকটি ভৌত ধর্ম নিচে তুলে ধরা হলোঃ
- অ্যালকেনসমূহ বর্ণহীন ও প্রায় গন্ধহীন উদ্বায়ী যৌগ।
- এরা পানিতে অদ্রবণীয়, তবে বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয়।
- তরল ও কঠিন অবস্থায় এরা পানি অপেক্ষা হালকা।