আসঞ্জন বল : ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল কাজ করে তাকে আসঞ্জন বল বলে। অন্যভাবে বলা যায়, ভিন্ন দুটি পদার্থ পরস্পরের সংস্পর্শে থাকলে স্পর্শতলের দু’পাশের দুটি অণুর মধ্যকার আকর্ষণ বলই আসঞ্জন বল।
সংসক্তি বল : কোনো পদার্থের নিজ নিজ অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক বল কাজ করে তাকে সংসক্তি বল বলে।
এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–
১। সংসক্তি বলের আণবিক পাল্লার একক কি?
উত্তর : সংসক্তি বলের আণবিক পাল্লার একক m (মিটার)।
২। বৃষ্টির ফোঁটা কচুপাতাকে ভিজায় না অথচ আমপাতাকে ভিজায় কেন? ব্যাখ্যা কর।
উত্তর : পানির অণু ও কচুপাতার অণুর মধ্যকার আসঞ্জন বল অপেক্ষা পানির অণুসমূহের মধ্যকার সংশক্তি বল বৃহত্তর মানের। তাই বৃষ্টির ফোঁটা কচুপাতাকে ভিজায় না। পক্ষান্তরে পানির অণু ও আম পাতার অণুর মধ্যকার আসঞ্জন বল অপেক্ষা পানির অণুসমূহের মধ্যকার সংশক্তি বল ক্ষুদ্রতর মানের। তাই বৃষ্টির ফোঁটা আমপাতাকে ভিজায়।