পানিতে উপস্থিত জৈব পদার্থের বিয়োজন প্রক্রিয়ায় যে পরিমাণ অক্সিজেন গৃহীত হয় তা হলো BOD। অন্যদিকে, পানিতে উপস্থিত জৈব ও অজৈব যৌগের জারণ প্রক্রিয়ায় গৃহীত অক্সিজেনের পরিমাণ হলো COD।
BOD প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া দ্বারা জারণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অপরদিকে, COD প্রক্রিয়ায় তীব্র জারক পদার্থ দ্বারা জারণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পানির COD এর মান BOD এর মান অপেক্ষা বেশি হয়।