যে সকল রাসায়নিক পদার্থ মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাদেরকে স্বাস্থ্যঝুঁকি সম্পন্ন রাসায়নিক পদার্থ বলে। এই ধরনের রাসায়নিক পদার্থ হচ্ছে- ক্লোরোফরম, অ্যাসিটিলিন, ফসজিন গ্যাস, ফরমালডিহাইড, এসিড বাষ্প, ফেনল, বেনজিন, টলুইন, জাইলিন, ইথানয়িক এসিড, বেনজয়িক এসিড, সিলভার নাইট্রেট, NH₃ ; SO₂Cl₂ ; H₂S ; NO₂ ; SO₂ ; CO₂ ; CO ; H₂O₂ ইত্যাদি।
ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতির সুবিধা কি?
ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতির সুবিধাগুলি নিম্নরূপঃ-
১. ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে যন্ত্রপাতিগুলো আকারে বড় হওয়ায় সহজে ব্যবহার করা যায়।
২. নমুনা দ্রবণের আয়তন বেশি হওয়ায় বিশ্লেষণের সময় সামান্য কিছু দ্রবণ পড়ে গেলও বিশ্লেষণ করা যায়।
৩. নমুনার পরিমাণ বেশি হওয়ায় বিশ্লেষণে প্রাপ্ত অধঃক্ষেপের পরিমাণ ও অধঃক্ষেপের বর্ণ সহজেই নির্ণয় করা যায়।
৪. কঠিন নমুনার ওজন নির্ণয় করতে সুবিধা হয়।
৫. যন্ত্রপাতির আকার বড় হওয়ায় তাপ প্রদান করতে সুবিধা হয়।