স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? সব দোলক সরল দোলক নয়– ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে?

উত্তরঃ স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ঐ বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে।

সব দোলক সরল দোলক নয়– ব্যাখ্যা কর।

উত্তরঃ সরল দোলকের গতি সরল ছন্দিত স্পন্দন গতি। অর্থাৎ এর ত্বরণ, সরণের সমান ও বিপরীতমুখী হয়। কোনো দোলককে সাম্যাবস্থা থেকে 4° এর মধ্যে দুলতে দিলে এটি সরল দোলক হিসেবে কাজ করে। কিন্তু 4° এর চেয়ে বেশি কোণে দুললে এর ত্বরণ, সরণের সমানুপাতিক হয় না। অর্থাৎ এক্ষেত্রে দোলকটির গতি সরল ছন্দিত গতি হবে না এবং এটি সরল দোলক হিসেবে কাজ করবে না। এ কারণে সব দোলক সরল দোলক নয়।