তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা প্রভৃতি নিয়ামক দ্বারা সাম্যাবস্থা নিয়ন্ত্রিত হয়। কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় পৌছানোর পর যদি এ সকল নিয়ামকসমূহের কোনো পরিবর্তন করা না হয় তবে সে সাম্যাবস্থা চিরকাল অক্ষুণ্ণ থাকবে। আর এ সকল নিয়ামকের যে কোনো একটির সামান্য পরিবর্তনের ফলে সাম্যের অবস্থান পরিবর্তিত হয়। সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল ফরাসী রসায়নবিদ হেনরী লা-শাতেলিয়ার ১৮৮৪ সালে একটি নীতির সাহায্যে প্রকাশ করেন। নীতিটি নিম্নরূপ-
যে সকল নিয়ামকের উপর সাম্যাবস্থা নির্ভরশীল, তাদের যে কোনো একটি পরিবর্তন ঘটলে সাম্যাবস্থা এমনভাবে ডানে বা বামে স্থানান্তরিত হয় যাতে ঐ নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
সাধারণত তিনটি উপায়ে সাম্যাবস্থার পরিবর্তন ঘটানো যায়-
১. বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন করে;
২. চাপ বা আয়তনের পরিবর্তন করে;
৩. তাপমাত্রা পরিবর্তন করে।