ইথানল বা ইথাইল অ্যালকোহলের ৯৫.৬% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট (Rectified spirit) বলে। এতে ৪.৪% পানি থাকে। ডাক্তারি কাজে পচন নিবারক ও জীবাণুনাশক হিসাবে এবং টিংচার আয়োডিন প্রস্তুতিে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়।
শীতকালে কোল্ডক্রিম ব্যবহার করা হয় কেন?
কোল্ডক্রিম মূলত তেলের মধ্যে পানির ইমালশন। যখন ত্বকে কোল্ডক্রিম ব্যবহার করা হয় তখন ইমালশনের পানি খুবই ধীর গতিতে বাষ্পীভূত হয়ে ত্বক ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে। কিন্তু গ্রীষ্মকালে ইমালশনের পানি তাড়াতাড়ি বাষ্পীভূত হয় বলে ত্বকের সুরক্ষায় কার্যকরী ভূমিকা পালন করতে পারে না। এজন্য শীতকালে কোল্ডক্রিম ব্যবহার করা হয়।